গুরুদাসপুরে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৪ এএম, ১১ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:০৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নাটোরের গুরুদাসপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ আমিন(১২) মারা গিয়েছে। নিহত শিশু ওই এলাকার মোঃ রিপন আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার ( ১০ জুন) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় গাড়িষাপাড়া গুমানী নদীতে এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শহিদুল আলম জানান, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি খবর পান। ২টা বেজে ৩৯ মিনিটে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং রাজশাহী ডুবুরী টিমকে খবর দেন। আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এসময় উত্তেজিত জনতা হাসপাতালের জরুরী বিভাগে ভাংচুর চালায়।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফা আফরোজ বানু জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. মোজাহিদল ইসলাম জানান, এই ভাঙ্গচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।