রংপুর সিটি কর্পোরেশন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পিএম, ১০ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:২৮ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
রংপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিটি কর্পোরেশন পর্যায়ে অবহিতকরণ সভা আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) হলরুমে অনুষ্ঠিত হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রসিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মোশফিকুর রহমান, প্যানেল মেয়র সামছুল আলম, কাউন্সিলর নূরন্নবী ফুলু,মালেক নিয়াজ আরজু, জামাল উদ্দিন, ইএসডিও ডিপিসি ওএসসিইপি মোঃ আইয়ুব হোসেন সুজন, এপিসি পিপিইপিপি প্রজেক্ট হায়দার আহমেদ, ইএসডিও প্রতিনিধি ইতি রাণী সরকার, হোসনে আরা স্বপ্না প্রমুখ।
সভায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ( পিইডিপি ৪) সাব কম্পোরেন্ট ২.৫ এলাকায় ঝরে পড়া শিশুদের সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় শিক্ষা কর্মসূচিতে অন্তর্ভূক্ত করতে বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়।