ব্রীজ থাকলেও নেই সংযোগ রাস্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪২ পিএম, ৮ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৪০ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
জেলার দৌলতপুর উপজেলায় ব্রীজ থাকলেও নেই সংযোগ রাস্তা। দীর্ঘ দিনের ভোগান্তিতেই জনগন।
জানা গেছে, প্রায় ২০ বছর আগেউপজেলার ধামশ্বর ইউনিয়নে ৩টি ব্রীজ নির্মান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দীর্ঘ ২০ বছর পরেও ব্যবহারের উপযোগী হয়নি নির্মিত ব্রীজগুলো। সরকারের মোটা অংকের ব্যয়ে ব্রীজগুলো নির্মান করা হলেও জনস্বার্থে কোন উপকারে লাগছে না। প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের লোকজনের যাতায়াতের জন্য ব্রীজগুলো নির্মান করা হলেও এখন পর্যন্ত এর সুফল পাচ্ছে না এলকাবাসী। ধামশ্বর, কলিয়া ও পয়লা ইউনিয়ন সহ আশপাশের এলাকার জনগন কৃষিকাজে উপর নির্ভরশীল। দীর্ঘদিনের নির্মিত ব্রীজগুলোর সংযোগ রাস্তা না থাকায় কৃষি পন্য সরবরাহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার কৃষকদের। ওই এলাকার জনগনের কাংখিত স্বপ্নের ব্রীজের সংযোগ রাস্তা না থাকায় আধুনিক যানবাহন চলাচল করতে না পারায় ঘোড়ার গাড়ী করে উৎপাদিত কৃষি পন্য হাট বাজারে আনা নেয়া করে। এতে কৃষকের ব্যয়বহুল খরচ হচ্ছে।
অপরিকল্পিত ভাবে নির্মিত ব্রীজগুলো এখন কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে।পরিকল্পিতভাবে কবে ব্রীজগুলো ব্যবহার উপযোগী হবে এ নিয়ে ধোয়াশায় রয়েছে এলাকাবাসী। অপরিকল্পিত ভাবে ব্রীজ নির্মান হলেও রাস্তা না থাকায় সারা বছর ও প্রাকৃতিক বন্যায়এবং সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে কয়েক মাইল ঘুরে যাতায়াত করতে হয় ২০ থেকে ২৫টি গ্রামের জনগনকে।
কাকনা গ্রামের আব্দুস সালাম বলেন, প্রায় ২০ বছর আগে ব্রীজগুলো নির্মান হলেও এর কোন সুফল পাচ্ছি না। ব্রীজের সংযোগ রাস্তা না থাকায় কয়েক মাইল ঘুরে ঘিওর বাজার এবং মানিকগঞ্জ শহরে যেতে হয়।
দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো: ইশতিয়াক হাসান বলেন, দীর্ঘ দিন পুর্বে নির্মিত অপরিকল্পিত এসব ব্রীজগুলো চলাচলের উপযোগী করতে এলজিইডি’র প্রধান কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, অপরিকল্পিত ভাবে ব্রীজগুলো নির্মান করা হয়েছিল। যে উদ্দেশ্যে ব্রীজগুলো নির্মান করা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে এবং এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রস্তাবনা পাঠানো হয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে দেশে অসংখ্য রাস্তা-ঘাট ব্রীজ-কালভার্ট নির্মান করেছে। আশা রাখি অচিরেই পরিকল্পিতভাবে রাস্তা নির্মান করে ব্রীজগুলো চলাচলের উপযোগী করা হবে। এতে কয়েক গ্রামের জনগন ওই রাস্তা ব্যবহার করতে পারবে।