তাড়াইলে জলমহলে আধিপত্যকে কেন্দ্র করে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ৮ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:০১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইর গ্রামে জলমহালের আধিপত্যকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) ও আব্দুর রশিদ (৬০) নামের ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরতর আহত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায় সাজিয়া কাউনিয়া ও ডুবাইল বিলের নিয়নন্ত্রনে রয়েছে সাদেক ভেন্ডারের লোকজন ২টি বিলের একটির মেয়াদ আগামী ভাদ্র মাসে শেষ হবে। অন্যটির আরো ২ বছর মেয়াদ রয়েছে।
উক্ত বিলের আধিপত্যকে কেন্দ্র করে আলী আশরাফ আসক গ্রুপের লোকজন সোমবার বিকেলে অতর্কিত হামলা চালায় । এতে দিগদাইড় ঘটনাস্থলে রাতে সাবেক মেম্বার আব্দুর রশিদ ও সফিকুল ইসলাম ২ জনের মৃত্যু হয় ।
উল্লেখ্য যে, উক্ত বিলকে কেন্দ্র করে বিগত দিনে শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী । তার মাঝে সংঘর্ষ ছাড়াও ইদিল ভূঞাকে হত্যা করে লাশ হাওড়ে ফেলে রাখা হয় বলে জানিয়েছে এলাকাবাসী । এছাড়াও বিলকে কেন্দ্র করে জজ মিয়া, সাহেদ, মহিলা ও শিশুসহ ৭জনের নিহতের তালিকা রয়েছে পুলিশের কাছে। নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি বিভিন্ন সময় নিজেদের লোকজনকেই নিজেরা হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য দেওয়া হয় মিথ্যে মামলা । সব মিলিয়ে তাড়াইল উপজেলার আতংকের গ্রামের নাম দিগদাইড় । যেখানে ঈদের দিনেও আসামী ধরতে যেতে হয় পুলিশকে ঐ এলাকায় । গত রমজান মাসেও দেশীয় অস্রসহ অনেকেই আটক করেছিল থানা-পুলিশ। এমনকি গত ৪ থেকে ৫ বছর পূর্বে দিগদাইড় গ্রামে ঈদুল আযহার সময় গরু কুরবানীর পরিবর্তে মানুষকে হত্যার অভিযোগ রয়েছে এ গ্রামে । বিষয়টি নিয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ সংবাদ লেখা পর্য কোনো মামলা দায়ের করা হয়নি । উক্ত ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও উক্ত এলাকায় ১৪৪ /১৪৫ জারি করেছে প্রশাসন । কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে। দিগদাইড় গ্রামের সাথে সকল এলাকার লোকজনের যাতায়াত বিছিন্ন করে রাখা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে ৩জনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৬ জনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও ময়মনসিংহ হাসপাতালে ২জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।