ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত-২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ এএম, ৫ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০১:৫৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর অপর আরো একজন মারা যায়।
গতকাল বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী হাজির বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সময় সোয়া তিনটার দিকে উল্লেখিত স্থানে একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারনে দাঁড়িয়ে মেরামত কাজ করছিল। এ সময় অপর একটি দ্রতগামী ট্রাক এসে পিছন দিক দিয়ে বাসটিকে ধাক্কা দেয়।
এতে বাসটি সড়কের পার্শ্বে ছিটকে পড়ে। এ সময় রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের সামনের অংশ ধুমরে মুচরে যাওয়ায় ট্রাকের লোকজন মারাত্মক ভাবে আহত হয়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ট্রাক চালক নড়াইলের ইয়াকুব মোল্লার মৃত্যু ঘটে। আহত অপর দু’জন মচিমহায় চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের মরদেহ ভরাডোবা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন ও ভরাডোবা হাইওয়ে পুলিশের ওসি মশিউর রহমান।