মুরাদনগরে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পিএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:৩৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বৃষ্টির পানি নিষ্কাশনের দ্বন্দে ভাতিজার রডের আঘাতে প্রান গেল বৃদ্ধ চাচার।
গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাত নয়টায় কুমিল্লার মুরাদনগরে ওই ঘটনা ঘটে। নিহত নরু মিয়া (৮০) সদর ইউনিয়নের দিলালপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নিহতের মেয়ে হনুফা আক্তার বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা করেছে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত নিহতের ভাতিজা অলি উল্লাহকে (৩০) গ্রেফতার করেছে। তবে তার ছোট ভাই রহমত উল্লাহ গা ঢাকা দিয়েছে। ঘাতক ওই দু’জন নিহতের ভাই আলী আকবরের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, নিহত নূরু মিয়ার বসত বাড়িতে বৃষ্টি এলে ভাতিজা অলি উল্লাহর ছাদের পানি গড়িয়ে পড়ত। এতে নুরু মিয়ার বাড়ীর মাটি ভেঙ্গে গর্ত হয়ে যেত। তাই বৃষ্টির পানি নামার জন্য পাইপের ব্যবস্থা করে দিতে ভাতিজাকে বললে, ভাতিজা অলি উল্লাহ অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে বসত ঘর থেকে লোহার রড এনে জানালা দিয়ে চাচার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পরে নুরু মিয়া। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: সিরাজুল ইসলাম মানিক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি সাদেকুর রহমান বলেন, নিহতের মেয়ে বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহ (২০) বিরুদ্ধে থানায় মামলা করেছে। অলি উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার করার অভিযান অব্যহত আছে।