'ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিন্দা নয়, চাই প্রতিরোধ'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ এএম, ২ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:১৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে পথশিশুদের মাঝে খাবার বিতরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিন্দা নয়, চাই প্রতিরোধ। এখন থেকে প্রতিটি আঘাতের পাল্টা আঘাত গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত বলে আমরা মনে করি। দেশের মানুষ ক্ষমতাসীনদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ। এভাবে কোন সভ্য জাতি বা রাষ্ট্র চলতে পারে না। এখন সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার। তাই বিএনপিসহ প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।'
আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এ সময় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি ফরিদ আহম্মেদের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম সেলিম, আমিনুল হক, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. রাইসুল ইসলাম, অর্থ সম্পাদক মতিউর রহমান স্বাধীন প্রমূখ।