আদমদীঘিতে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ এএম, ৩১ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার গো-হাট চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০ দশকের সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহফুজুল হক টিকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম খাঁন লিখন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, সিহাব চৌধুরী, অন্যন্যাদেও মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা আবু রায়হার, জুয়েল, আলম, নজরুল, কারমান, মিলন, আবুল বাশার, পলাশ কাজী, সাদ্দাম হোসেন, তামিম, আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সোহাগ মন্ডল, সাজু, শরিফুল, আব্দুর রউফ, লুৎফর, শাকিল, সোহেল, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা মহিবুল ইসলাম শাকিব, বাপ্পি হাসান রাহুল, মেজবাউল হাসান জিহাদ, শাহরিয়ার আলিফ, হাসিবুল, আলী আফসান, জিসান, জাহিদুল, শাকিল হোসেন সিহাব, সোহান, আসলাম, আবু সাঈদ মীম প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।