লিফলেট বিতরণ, র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ঢাকা কলেজের বিপ্লব ও সংহতি দিবস পালন
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৯:৩২ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:৫৫ এএম, ৩০ নভেম্বর,শনিবার,২০২৪
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লিফলেট বিতরণ, র্যালী ও আলোচনা সভা করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার-পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপন করেছে বিএনপি নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা কলেজ প্রাঙ্গণে র্যালীর পর আলোচনা সভা এবং সব শেষ শিক্ষার্থীদের মাঝে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের লিফলেট করে বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে প্রচারণা করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে - সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইশরাক আহমেদ প্রমুখ সহ ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইচআর