‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাবনা (ডুসাপ)’ এর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:০৯ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পাবনা জেলার মেধাবী শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাবনা (ডুসাপ)’ এর অগ্রজ ও শুভানুধ্যায়ীদের সম্মতিক্রমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ৮ নভেম্বর ২৪, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলার পাদদেশে ডুসাপে’র আয়োজনে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় নতুন এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে মোঃ আব্দুল্লাহ আল কাফিকে আহ্বায়ক, নাঈমুর রহমান দূর্জয় সদস্যসচিব এবং সৈয়দ ইমাম হাসান অনিককে যুগ্ম আহ্বাবায়ক করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন- রওনক জাহান, মোঃ আশরাফুল ইসলাম, এস. এম. মইনুল হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ আজম খান, মোঃ নুরুজ্জামান, মেহেদী হাসান রুমী, বিপ্লব হোসাইন, শাকিল হোসেন, কদর সরকার, মিরাজুল ইসলাম মিরাজ ও জেরিন সাবারোজা।
সভায় ডুসাপের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম চপল, মোঃ মতিউর রহমান, মোঃ আতিকুর রহমান শিকো , হাসানুজ্জামান, নাজমুস সাদাত, মোঃ মনিরুল আলম (রুশো), মোঃ নাসির উদ্দীন, মোঃ শামছুল ইসলাম খোকন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আজমত আলী , মেহেদী হাসান দিপু, মোঃ আতাহার আলী , মোঃ আসাদুজ্জামান, মোঃ আলহাজ উদ্দীন, মোঃ আকরাম হোসাইন, মোঃ জুবায়ের হোসেন, মোঃ আব্দুল খালেক, মোছাঃ নাছিমা খাতুন প্রমূখ।
সভায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
দিনকাল/এসএস