৯ ভুলে ভাঙতে পারে রোজা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০০ এএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০২:২৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস। রহমত, নাজাত আর মাগফিরাতের বার্তা নিয়ে এসেছে রমজান মাস। মহিমান্বিত এই মাসটি বিশ্বের দেশে দেশে ধর্মপ্রাণ মুসলিমরা পালন করছেন রোজা রাখার মধ্য দিয়ে। এই মাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো রোজা। কিন্তু কিছু ভুলের কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। রোজা ভেঙে যাবে- এমন ৯টি কারণ নিচে উল্লেখ করা হলো-
১. রোজা স্মরণ থাকা অবস্থায় কোনও কিছু খাওয়া বা পান করা কিংবা স্ত্রী সহবাস করা। এতে কাজা ও কাফফরা (একাধারে দুই মাস রোজা রাখা) ওয়াজিব হয়।
২. নাকে বা কানে তেল বা ওষুধ প্রবেশ করানো।
৩. নস্য বা হাঁপানি রোগীর জন্য ইনহেলার গ্রহণ করা।
৪. ইচ্ছেকৃতভাবে মুখভরে বমি করা।
৫. বমি আসার পর তা গিলে ফেলা।
৬. কুলি করার সময় পানি গলার ভেতরে চলে গেলে।
৭. দাঁতে আটকে থাকা ছোলার সমান বা তার চেয়ে বড় খাদ্যকণা গিলে ফেললে।
৮. মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবেহ সাদিকের পরে জাগ্রত হলে।
৯. ধূমপান করলে।
উপরের যেকোনও একটি কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা (পরে একটি রোজা রাখা) ওয়াজিব হয়।