কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে বিএনপি ও আ.লীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ এএম, ২৬ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০১:০২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষ থেকে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে বিএনপির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব-খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন রাজু, আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, জাসাসের সহ-সভাপতি লিয়াকত আলী, শাহরিয়া ইসলাম শায়লা, অ্যাডভোকেট আমিনুল হক ও আরিফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকন, দফতর সম্পাদক শাহ মোঃ বেলাল, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমানসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কবি কাজী নজরুল ইসলাম ও তার অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক থাকবে। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।