কাপাসিয়ায় 'খন্দকার' পরিবারের ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ পিএম, ৬ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:০১ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ নাশেরা গ্রামের ঐতিহ্যবাহী 'খন্দকার' পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে পর্যায়ক্রমে কাপড়, হিজাব ও তজবিহ বিতরণ করা হচ্ছে।
এছাড়া প্রায় প্রতিদিনই পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার বিতরণ করা হচ্ছে।
কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা'র পুত্রদ্বয় ব্যাংকার খন্দকার রাফাত রহমান সিজার ও অ্যাডভোকেট খন্দকার রাহাত রহমান টুকু'র পক্ষে এলাকার বিশিষ্টজনরা এসব উপহার সামগ্রী বিতরণ করছেন।
গত কয়েকদিন যাবত এলাকার অসহায়-হতদরিদ্র ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা যুবদল নেতা মাসুম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ছাত্রদল নেতা সারোয়ার হোসেন লিটন, শিবলু আলম সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, ছাত্রদল নেতা মাজহারুল আলম, প্রাক্তন শিক্ষক আব্দুল আউয়াল প্রমুখ।