মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ এএম, ১ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৩৬ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখনো তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
আজ শুক্রবার মুঠোফোনে এমনটিই জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, আগামীকাল শনিবার আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা কবে নাগাদ শেষ হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, আগামী রবি ও সোমবার পর্যন্ত লাগতে পারে। গত পরশু থেকে বেগম খালেদা জিয়ার পুরনো ওষুধের সঙ্গে নতুন কিছু ওষুধ যুক্ত করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক। এদিকে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ঠিকঠাকভাবেই চলছে।
এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে নন-কোভিড ইউনিটের অধীনে ভর্তি করা হয়। ভর্তি করানোর পর সিটি স্ক্যানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বেগম খালদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জেড এম জাহিদ হোসেন বলেন, এভারকেয়ার হাসপাতালের ৭ সদস্যের মেডিকেল বোর্ড এবং ব্যক্তিগত চিকিৎসক দলের আরও ৩ সদস্যসহ ১০ সদস্যের মেডিকেল দল এখন পর্যন্ত যেসব পরীক্ষা হয়েছে তা পর্যবেক্ষণ করে আরও কিছু পরীক্ষার জন্য সুপারিশ করেছে। সেই পরীক্ষাগুলো করা হবে। এরপর পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। কবে নাগাদ বেগম খালেদা জিয়া বাসায় ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নে এই চিকিৎসক বলেন, পরীক্ষাগুলো শেষ হলে বোর্ডের সদস্যরা আবার পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণের পর বাসায় ফেরার সম্ভাবনা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।