সরকারের ব্যর্থতায় জনজীবনে তীব্র সংকট চলছে : লুৎফর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৬ পিএম, ৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:৪৩ এএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহনান বলেছেন, বর্তমান নিশিরাতের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাদের লাগামহীন দুর্নীতি ও ব্যর্থতায় আজ জনজীবনে তীব্র সঙ্কট চলছে। এরই মধ্যে চরম দুর্দিনে বিদ্যুতের দাম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে তিনি বিদ্যুত, গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান।
আজ শুক্রবার দুপুরে নয়া পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে যুব জাগপার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার লুৎফর রহমান বলেন, সরকারের চরম ব্যর্থতা, দুর্নীতি ও ভ্রান্ত নীতির কারণে বর্তমান দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, জনগণের জীবন যাত্রার ব্যয় যখন লাগামহীন বৃদ্ধি পাচ্ছে, তখন সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে।
তিনি বলেন, সরকার দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা গ্রাহক পর্যায় বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদন ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি হবে।
যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, নগর নেতা মোহাম্মদ হেসেন মোবারক, যুব জাগপার সাধারণ সম্পাদক কাওছার হামিদ, আবু সুফিয়ান, যুব নেতা আরিফিন নোমান, মনজুরুল প্রমুখ।