বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ২৯ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০২:২৪ এএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরাণীগঞ্জ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্বশুর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে নিপুন রায় চৌধুরীকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতা অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ অন্যদের গ্রেফতার, দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলন দমন করতে সরকারের গুলি, মধুপুরের পীর আবদুল হামিদসহ অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ ও আহত করা, গ্রেফতার এবং নিষ্ঠুর দমন-নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার কর্তৃক রাষ্ট্রক্ষমতা দখল ও ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের কন্ঠরোধ করতে দেশের মানুষের ওপর নির্বিচারে হামলা ও জীবন কেড়ে নিয়ে জনগণের প্রতি প্রতিশোধ নিচ্ছে। বর্তমানে দেশের মানুষ এক জালিম সরকারের শাসনে বসবাস করছে। আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।