দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভারত দায়ী - ডা. ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ এএম, ১৬ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:০৯ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে মানচিত্র ও পতাকা পেলেও স্বাধীনতা পাইনি মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আধিপত্যবাদী ভারত। বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভারতীয় নগ্ন হস্তক্ষেপ দায়ী। তারাই গণতন্ত্র হত্যাকারী ও ভোটাধিকার হরণকারী আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে মদদ দিয়ে দেশে দুঃশাসন টিকিয়ে রেখেছে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও সমঝোতা করে দিল্লিশাহীর দাসত্ব করছে আওয়ামী লীগ।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত ভারতীয় আগ্রাসন বিরোধী মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।
ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ভারত বাংলাদেশে ৫০ বছরে প্রমাণ করেছে তারা বাংলাদেশের বন্ধু নয়, প্রভু হতে চায়। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, গঙ্গা, তিস্তা ও ফেনী নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। স্বাধীন বাংলাদেশের ভূখন্ডকে ট্রান্সশিপমেন্টের নামে করিডোর হিসাবে ব্যবহার করছে। বাংলাদেশকে ভারতের কলোনি ও মার্কেট প্লেস হিসাবে ব্যবহার করলেও দেশের জনগণের সরকার না থাকায় জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। তাই জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে আধিপত্যবাদী শক্তি ও দেশীয় দালাল চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রাম জোরদার করতে হবে।
ঢাকা দক্ষিণ সাধারণ সম্পাদক হুমাউন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম, মেহেদী হাসান, যুবমিশন সদস্যসচিব মো. শওকত চৌধুরী, ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান, মো. আলাউদ্দিন প্রমুখ।