পাঁচ বছর পর জুম্মার খুতবায় খমেনি
‘মধ্যপ্রাচ্যে ইসরাইলের অস্তিত্ব থাকবে না’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১০ পিএম, ৫ অক্টোবর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:১২ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
মাত্র এক সপ্তাহ আগেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এবার তার উত্তরসূরিকে নিশানা করেছে ইসরাইল।
এই পরিস্থিতিতে পাঁচ বছর পরে শুক্রবার জুম্মার নামাজের খুতবায় অংশ নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনি। খুতবায় ইসরাইলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয়।
বললেন, ‘ইরান, প্যালেস্টাইন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক এবং সেটি হলো ইসরাইল’। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইসরাইলের অস্তিত্বই আর থাকবে না’।
এদিন নাসরুল্লাহর মৃত্যুতে শোকপ্রকাশ করে খমেনি বলেন, 'সৈয়দ হাসান নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তার উদ্দীপনা ও পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শহিদত্ব প্রাপ্তি সেই প্রভাবকে আরও বাড়াবে। নাসরুল্লাহর মৃত্যু বিফলে যাবে না’।
তবে ইসরাইলের সঙ্গে সঙ্গে আমেরিকাকেও কাঠগড়ায় তুলেছেন খমেনি । তার দাবি, ইসরাইল আসলে মার্কিনিদের একটা ‘টুল’ ( যন্ত্র) যার সাহায্যে মধ্যপ্রাচ্যের দখল নিতে চায় ওয়াশিংটন।
গত মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় হাইপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্র ফাতা-২ হামলা চালায় ইরান ফৌজ।
তার পরেই ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়ে দেয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তেল আবিবের পরবর্তী নিশানা হবেন।
এই পরিস্থিতিতে আয়াতুল্লাহ প্রকাশ্যে এসে ইরান সেনার মনোবল বাড়ানোর চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি
দিনকাল/এসএস