গফরগাঁও উপজেলা, কলেজ ও পাগলা থানা ছাত্রদলের নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৪ পিএম, ২ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:০৩ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ ২ মার্চ মঙ্গলবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, কলেজ ও পাগলা থানা ছাত্রদলের নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ -১০(গফরগাঁও-পাগলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু।
এ সময় গফরগাঁও উপজেলা বিএনপি নেতা আবু সাঈদ মাস্টার, বজলুর রহমান, আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন সরকার, পাগলা থানা বিএনপি নেতা শেখ মোঃ ইছমত, মকবুল হোসেন, যুবদল নেতা ইয়াসিন খান, ফালান মিয়া, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, হাবিবুল্লাহ খান, দেলোয়ার হোসেন, মোঃ মোস্তফা, রাসেল শেখ, গফরগাঁও উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শামছুল আলম ফুল মিয়া, মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক মোতাসিম বিল্লাহ, ছাত্রদল নেতা হারুন শেখ, ইমরানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় শেষে পাগলা থানা ছাত্রদলের নব নির্বাচিত সদস্য সচিব সুখেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক আবু সায়েম ফরহাদ, সাইদুল ইসলাম, শামীম আজাদ, মমিনুল ইসলাম, আবু নাঈম, ১নং সদস্য শাকিল আহমেদ, গফরগাঁও সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আহাদ মিয়া তামিম, শিহাব হাসান, ফাহিম হোসেন, গফরগাঁও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম, এবিএম নাঈম পাপেল, মোঃ রিমন মিয়া, হাফিজুল ইসলম, ইশতিয়াক আহমেদ ও ইয়াসিন করিমকে ফুল দিয়ে বরণ করে নেন আক্তারুজ্জামান বাচ্চুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রদলের ময়মনসিংহ বিভাগীয় টিম ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যেকোনো ত্যাগের বিনিময়ে চলমান গণতন্ত্র পূনরুদ্ধার আন্দোলন সফল করার শপথ নেন।