সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৩ পিএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:০৯ পিএম, ৩ নভেম্বর,রবিবার,২০২৪
সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের নব নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আলমের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনজাহের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আঃ আলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল, সাবেক সাধারণ সম্পাদক আরিফ প্রমূখ।