ঢাবিতে হাসিনার ঘৃণাস্তম্ভে নতুন গ্রাফিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৪:১৭ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্র টিএসসির পাশে মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি ‘ঘৃণাস্তম্ভ’ শনিবার দিবাগত রাতে মুছে ফেলার পর শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি আঁকা হয়। ছাত্র ইউনিয়নের কর্মীরা গণহত্যাকারী শেখ হাসিনার রক্তখেকো রূপের এই গ্রাফিতিটি আঁকেন।
এদিকে মধ্যরাত থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনঢ় রয়েছেন। তবে েএখনো প্রক্টর পদত্যাগও করেননি।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলছেন, ভুল বশত তিনি এমন কাজ করেছেন। প্রয়োজনে এই ভুলের জন্য তিনি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষমা চাইবেন। তবু যেন শিক্ষার্থীরা তাঁকে ভুল না বোঝেন। এটা ষড়যন্ত্র নয়, ভুল।
নির্লজ্জ স্বৈরাচারের দোসর ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আরো বলেন, ‘এটি “ঘৃণাস্তম্ভ” হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বীকৃতি দেয়া হবে। এটার উদ্বোধন করবেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের গ্রাফিতি সংরক্ষণ করবে। কেউ মুছে ফেললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যাকারী হাসিনার দোসরদের চুলও কেউ আজো পর্যন্ত ছুঁতে পারেনি। বহাল তবিয়তে প্রভোস্টরা তাদের বাংলোতে রয়েছেন। ছাত্রলীগ করা শিক্ষক বা আওয়ামী লীগের পদধারী শিক্ষকরা ছড়ি ঘুরাচ্ছে অবিরত আর হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নে েবিভোর রয়েছেন। সুযোগ পেলেই তারা সর্পের মতো দংশন করতে অপেক্ষা করছেন।