জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সচিব আরেফিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৫:১৮ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হিমেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।
সামসুল আরেফিন ২০০৯-১০ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী।
এরা ত্যাগী, কারা নির্যাতিত ও বিগত সময়ে আন্দোলনে শক্তিশালী ভূমিকা পালন করেছেন।