ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইউনিটের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৭:৪৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের ঢাকা মহানগরের চার ইউনিটের (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম) কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তারা যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে দফতরে জমা দিতে হবে।
ঢাকা মহানগর উত্তরের কমিটির সভাপতি করা হয়েছে মো. সালাউদ্দিন আহমেদকে। তেজগাঁও কলেজে পড়াশোনা করা সালাউদ্দিনের বাড়ি ঢাকা দোহারে।
সম্পাদক করা হয়েছে তিতুমীর কলেজের ছাত্র ঝিনাইদহের ছেলে মাহফুজুর রহমান লিপকনকে।
ঢাকা মহানগর দক্ষিণের কমিটির সভাপতি করা হয়েছে পিরোজপুরের শামীম মাহমুদকে। সম্পাদক করা হয়েছে পুরান ঢাকার ওয়ারির ছেলে আব্দুর রহিমকে।
ঢাকা মহানগর পূর্বের কমিটির সভাপতি করা হয়েছে মো. সোহাগ ভূইয়া এবং সম্পাদক করা হয়েছে মো. আব্দুল হান্নান মজুমদারকে।
মহানগর পশ্চিমের কমিটির সভাপতি করা হয়েছে মো. রবিন খান এবং সম্পাদক করা হয়েছে আকরাম আহমেদকে।
২০১১ সালে ঢাকা মহানগরকে ভেঙ্গে উত্তর দক্ষিণে ভাগ করার পর, বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোরও মহানগরে একক কমিটির পরিবর্তে একাধিক কমিটি দেয়া হচ্ছে।