বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১২:১৮ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি ১৬ সদস্যের প্রতিনিধিদল।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক হচ্ছে।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য তাজভীরুল ইসলাম, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ, বিএনপি আন্তর্জাতিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে আছেন ড. রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট ও রাসিম আয়তিনসহ ১৬ জন।