জামালপুরের মেলান্দহে মহিলা দলের নারী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:০৭ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জামালপুর জেলার মেলান্দহে জাতীয়তাবাদী মেলান্দহ উপজেলা ও পৌর মহিলা দলের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ ডিসেম্বর) মেলান্দহ উপজেলা বিএনপি অফিস চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধন করেন জামালপুর জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগম।
মেলান্দহ উপজেল মহিলা দলের সভাপতি শামসুন নাহার শান্তির সভাপতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহিলা দল নেত্রী ছাইদা বেগম শ্যামা, ফরিদা ইয়াসমিন, পিয়ারা হায়দার, বিএনপি নেতা নূরুল আলম সিদ্দিকি, গোলাম হাফিজ নাহিন, আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, রফিকুল ইসলাম রহিম, মনোয়ার হাওলাদার ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বাবুল বলেন, নারীদের অংশ গ্রহনের মাধ্যমে আগামী দিনে নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করা এবং আগামী দিনে মহিলা দলের কমিটি শক্তিশালী করার আহবান জানান।