রাজশাহীতে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০২:৪৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে মহানগরীর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়।
আজ রবিবার বিকেল ৩টায় র্যালির মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ হবে।
পতাকা উত্তোলনে সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি বলেন, বিএনপিকে শক্তিশালী ও ছাত্রদের অধিকার আদায়ের কথা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম সাবেক রাষ্ট্রপতি, গণতন্ত্রের পুরোধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সেই থেকে মুল দলের সাথে থেকে সহযোগিতা, বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রাম ও ছাত্রদেও ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বর্তমানে দেশের অবস্থা অনেক সংকটান্নপূর্ন। নিত্যপন্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মানুষের ভোট ও স্বাধীনভাবে চলা এবং কথা বলার অধিকার হরণ ও গণতন্ত্র বিনষ্ট এবং বিচার বর্হিভূত হত্যা ও বিরোধী দলকে দমনের লক্ষে মিথ্যা মামলা, নির্যাতন, খুন ও গুম করছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করে ফেলেছে এই জুলুমবাজ ফ্যাসিস্ট সরকার। এখন জনগণের একটাই দাবী যে কোন মূল্যে এই রাতের অন্ধকারের সরকারকে বিতারিত করে গণতন্ত্র ফিরিয়ে আনা। আর এই আন্দোলনের সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগর ছাত্রদল ও বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।