খুলনায় শ্রমিক ও সেচ্ছাসেবক দলের ৪২ পরিবারের পাশে বিএনপি নেতা বকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
গত ১০ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করাকে কেন্দ্র করে খুলনা মহানগরী বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে খুলনা মহানগরীর ৫ থানায় পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলায় নতুন করে গ্রেফতারকৃত ৪২ জন নেতাকর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
কারাবন্দী এসকল নেতৃবৃন্দকে ধারাবাহিক ভাবে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার(২৮ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় সদর থানা শ্রমিকদলের প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য মন্টু শেখ, সদর থানা সেচ্ছাসেবক দল নেতা নোমান মাহবুব, ২১নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য শহিদুল ইসলাম ও রফিক শেখের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তেল, লবণ প্রভৃতি উপহার হিসেবে প্রেরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ মোল্লা, খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, খুলনা মহানগর তাতীদলের সভাপতি আবু সাইদ, ২১নং ওয়ার্ড যুবদল সভাপতি রুবেল জমাদ্দার, ২১নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মাহফুজুর রহমান, ২১নং ওয়ার্ড শ্রমিকদল নেতা মিজানুর রহমান, জালাল মোল্লা, গাউস হাওলাদার, বেলাল মোল্লা, মিলন, শাহীন মুন্সী, রমজান, মান্না, মোঃ বাবু শেখ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ গ্রেফতারকৃত এসকল পরিবারের সদস্যদের সার্বিক খোজখবর নেন এবং আগামী দিনে তাদের যেকোন বিপদে-আপদে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তাদের পাশে থাকবেন এ আশ্বাস ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, বিগত ৪দিনে খুলনা মহানগরীর সদর, খালিশপুর এবং খানজাহান আলী থানার গ্রেফতারকৃত ৪২ জন নেতাকর্মীদের জেলখানায় পিসিতেও(প্রিজনারস ক্যান্টিন) নগদ অর্থও প্রেরণ করেন বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।