খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ২৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা জাসাস এর উদ্দ্যোগে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পাতাকা উত্তোলন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে জেলা জাসাসের নেতৃবৃন্দরা। বিকাল ০৩ টায় শহরের বৈঠক হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষীকির কেক কাটা হয়।
জেলা জাসাস এর সি: সহ সভাপতি মোঃ ইউনুস এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। প্রধান বক্তা হিসেবে হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।
কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি, ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে, এই সরকার অনির্বাচিত আর মানবাধিকারবিরোধী। এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করে অন্তর্বতীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা নতুন নির্বাচন কমিশন গঠনের পর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হতে হবে বলে দাবি করেন।