তারেক রহমান এর নেতৃত্বে শীঘ্রই দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে : জামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ পিএম, ১০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৪:০৩ পিএম, ১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা আওতাধীন ঢেমশা ইউনিয়নের কেরানীহাটের পশ্চিম পার্শ্বে ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ঢেমশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে, সদস্য সচিব আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দল সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের ভিত্তিতে কেটে খাওয়া হতদরিদ্র মানুষের জন্য রাজনীতি করি।
তিনি আরো বলেন, সারা দেশে তারেক রহমান এর নেতৃত্বে অবৈধ ভোট বিহীন মাফিয়া সরকারের পতন করে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশে শীঘ্রই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে,ইনশাআল্লাহ।
প্রধান বক্তা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ডা: মহসিন খাঁন তোরণ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, আলহাজ্ব এম এ রহিম, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বিএনপি নেতা এস এম নূরুল হক, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, ছদাহা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান টিপু, সদস্য সচিব মোহাম্মদ লোকমান মেম্বার, যুবদল নেতা নেজাম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা আলী মিয়া, মোহাম্মদ সোহেল, শ্রমিকদল নেতা জসিম উদ্দিন, তারেকুল ইসলাম, মোহাম্মদ জাবেদ, ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, ঢেমশা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।