বাকৃবি ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (জাককানই) বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে পৃথক পৃথক ভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
গতকাল ২৩ নভেম্বর নারায়াগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে তারা।
বিকেল ৩টার দিকে বাকৃবির ১নং গেইট এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান ও সদস্য সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই ইস্যুতে বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়কে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
এই মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধান ও সদস্য সচিব আল আমিন।
পরে বিশ^বিদ্যালয় সড়কের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ, কাজী মো: মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সদস্য আব্দুর রহিম, রাশেদ মোকাম্মেল, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, তোফায়েল ইসলাম প্রমূখ।