লালপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির কার্যালয় ভাংচুর করেছে দুর্বত্তরা। তবে এসময় তাদের আক্রমন থেকে বাঁচতে নেতাকর্মীরা অফিস থেকে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার গোপালপুর বাজার বটতলা এলাকায় এ ঘটানা ঘটে।
গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম জানান, মঙ্গলবার রাতে কয়েকজন কর্মী নিয়ে তিনি দলীয় কার্যালয়ে বসে ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। হামলারী যুবকদের থেকে বাঁচতে তিনিসহ তার সাথে থাকা নেতা কর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করেন।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু জানান, এবিষয়ে প্রতিকার চেয়ে কোন লাভ হবে না। তাই কোন লিখিত অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন জানান, বর্তমান সরকার বিএনপির জনসমর্থনে ভীত হয়ে পড়েছে। তাই তারা চোরাগুপ্তা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এভাবে হামলা করে বিএনপির অগ্রযাত্রাকে রোধ করা যাবে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পায় নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।