আহত ছাত্রদলের নেতাদের দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১০:০৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যা্লয়ে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহত নেতাদের হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে বিএনপি মহাসচিব তাদের দেখতে যান এবং চিকিতসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ জন নেতা গুরুতর জখম হয়েছে। এই হাসপাতালে ৭জন ভর্তি আছে। তাদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।”
তিনি বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের বর্বরোচিত ও মধ্যযুগীয় কায়দায় এই হামলার মধ্য মধ্য দিয়ে প্রমাণিত হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী। সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।”
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচারযের সাথে সাক্ষাৎ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এতে সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল, তরিকুল ইসলাম তারিক, ফারহান মো. আরিফুর রহমান, নাসির উদ্দিন শাওন, রাজু আহমেদ, সুপ্রিয় দাশ শান্ত, নাজমুস সাকিব, সহ সাধারণ সম্পাদক মুন্সি সোহাগ, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, বিজয় একাত্তর হলের সিনিয়র সহসভাপতি সাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিব জাবেদ রাফি, সলিমুল্লাহ হলের জুবায়ের আহমদন ও কবি জসিম উদ্দিন হলের কর্মী জোসেফ আল জুবায়ের গুরুতর আহত হয়।
এরপর বিএনপি মহাসচিব ধানমন্ডিতে পপুলাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে মুন্সিগঞ্জের সমাবেশে পুলিশি হামলায় আহত জাহাঙ্গীরকে দেখতে যান।