ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার নিন্দা ইবি জিয়া পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৪৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
আজ বুধবার পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দরা বলেন, গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের নেতৃবৃন্দ ভাইস- চ্যান্সেলরের সাথে সৌজন্য সাক্ষাতে যাবার পথে ছাত্রলীগের অতর্কিত ও বর্বরোচিত হামলার শিকার হন। বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার বলা হয়। এই প্রতিষ্ঠানে এ ধরনের অগণতান্ত্রিক ও একদলীয় আচরণ সহ্য করা যায় না; তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায় বেড়াতে পারে না। যেহেতু ভাইস- চ্যান্সেলরের সাথে সাক্ষাতের জন্যই তারা ফুল নিয়ে শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে প্রবেশ করছিল। তাই প্রশাসনের উচিত এ বিষয়ে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। তা না হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।
নেতৃদ্বয় আহত ছাত্রদের সুচিকিৎসা, ক্যাম্পাসে সকল সংগঠনের সহাবস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।