আলফাডাঙ্গায় পুলিশি বাঁধায় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পুলিশি বাঁধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর আয়োজনে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য কার্যালয়ের সামনে নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। পরে পুলিশ তাদের বাধা দিলে অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়।
পরে দুপুর ১২ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সাধারণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মো: আকরামুজ্জামান সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন। উক্ত অনুষ্ঠানে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ আবু জাফর উপস্থিত থাকার কথা ছিল। সাংবাদিক সম্মেলনের সময় তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবিরকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুষ্ঠানে আমার থাকার কথা ছিল নিরাপত্তা জনিত কারণে আমি উপস্থিত হতে পারি নাই।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি যুগ্ম আহবায়ক রবিউল হক রিপন যুগ্ম-খোশবুর রহমান খোকন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস মিয়া, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদ শিকদার, যুবদলের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরব, আব্দুল্লাহ আল মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক আব্দুল আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব মোঃ আমির হোসেন, মহিলা দলের সভানেত্রী খুশি বেগম, ছাত্রদল নেতা নেয়ামত হোসেন, পাশে ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহীদুর রহমান ও যুবদল নেতা গোলাম রসুল সিকদারসহ প্রমুখ। এ সময় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।