কক্সবাজারে লুৎফুর রহমান কাজল এর নেতৃত্বে বিশাল গণমিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ বুধবার কক্সবাজার ঈদগাহ্ ময়দান থেকে শুরু করে কক্সবাজার শহরের প্রধান সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (সংসদীয় আসন-৩) কক্সবাজার পৌরসভা, সদর, রামু, ঈদগাঁও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে নিয়ে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এর নেতৃত্বে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে জ্বালানি তেল, সর্বগ্রাসী দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলা জেলায় পুলিশি হত্যার প্রতিবাদে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমবেশের সময় বিকাল ৩টায় হলেও এর আগেই কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক দিয়ে কক্সবাজার সদর আসনের বিভিন্ন উপজেলা থেকে উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন টি-শার্ট, মাথায় ক্যাপ পরিধান করে মিছিল সহকারে উক্ত গণমিছিলে যোগদান করেন। এসময় কক্সবাজার জেলা কৃষকদলের টি-শার্ট পরিহিত বিশাল মিছিল, কক্সবাজার জেলা যুবদল ও কক্সবাজার জেলা ছাত্রদলের মিছিল সহকারে যোগদান করেন। আজ বুধবার সকাল ১০টা হতে না হতেই কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করে।
উক্ত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। এই কেন্দ্রীয় নেতা বলেন আজকের এই সমাবেশ দেখেই বোঝা যায় বিএনপি গণমানুষের দল, বিএনপিকে মানুষ ভালোবাসে, ইনশাআল্লাহ আমাদের সুদিন আসছে এই স্বেরাচারী সরকারকে বিদায় করে দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনব, এই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে কোনঠাসা করে রাখছে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এসময় কেন্দ্রীয় নেতা বলেন, সংকটে বিএনপি নয় সংকটে জাতি, আর জাতির জন্য লড়ছে বিএনপি, জনগণ যে বিএনপিকে ভালোবাসে সেটার প্রমাণ আজকের এই গণমিছিল ও সমাবেশ, এই সরকার দুর্নীতিবাজদের সরকার, এই সরকার মধ্য রাতের সরকার, এই সরকার এখন পালানোর জায়গা খুঁজতেছে, এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, আপনারা আওয়ামী লীগকে না বলুন, এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উপস্থিত নেতাকর্মী, সাধারণ জনগণের সুস্বাস্থ্য কামনা করেন এবং এই স্বেরাচারী সরকার পতনের আন্দোলনে সবাইকে সাথে থাকার আহ্বান জানান এই কেন্দ্রীয় নেতা।
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি সহ কক্সবাজার-৩ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং লাখো জনতা।