লাকসামে যুবদল নেতার পিতার মৃত্যু, জানাযায় বিএনপি নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৫১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের পিতা আলহাজ্ব ইব্রাহিম মিয়া সর্দার বার্ধক্য জনিত কারণে আজ বুধবার ভোর ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। বাদ জোহর মরহুমের নিজবাড়ী লাকসাম পৌরসভাধীন পেয়ারাপুর জামে মসজিদ ময়দানে মরহুম ইব্রাহিম মিয়া সরদারের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বর্তমান সময়ের লাকসামের অতি প্রবীনতম ব্যক্তিত্ব প্রায় শতবর্ষী আলহাজ্ব ইব্রাহিম মিয়া সর্দার বৃহত্তর লাকসামে একজন খ্যাতিমান সামাজিক ব্যাক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৫ পরবর্তী সময়ে বিএনপি প্রতিষ্ঠার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত "জাগদলের" তৎকালীন বৃহত্তর লাকসাম উপজেলার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশী জীবনের প্রায় পুরো সময় আলহাজ্ব মো. ইব্রাহিম সর্দার নিজেকে সামাজিক কর্মকান্ড ও মানবসেবায় নিয়োজিত রেখেছেন। তিনি দীর্ঘসময় সততার সহিত বৃহত্তর লাকসামের সামাজিক অঙ্গনে বিভিন্ন শালিষ দরবারে উপস্থিত থেকে গরীব দুখী মেহনতি মানুষের কল্যানে কাজ করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত "গ্রাম সরকার" এর দায়িত্বও পালন করেন
বর্ণাঢ্য জীবনের অধিকারী মরহুম ইব্রাহিম মিয়া সরদারের জানাযায় উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, বৃহত্তর লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক ডা. মো. নুর উল্লাহ রায়হান, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম খোকন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মেয়র বেলাল রহমান মজুমদার, লাকসাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মো. শাহ আলম, মো. ছলিম উল্লাহ, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ছানাউল হক মন্টু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌরসভা যুবদল নেতা মাহাবুবুল হক মনু, লাকসাম উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান মনু, লাকসাম পৌরসভা কৃষকদলের সভাপতি আব্দুল কাদের, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হায়দার মামুন এবং লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপি এবং যুবদল সহ দলটির অন্যান্য অঙ্গসংগঠন সমুহের সিনিয়র নেতৃবৃন্দ।