নাশকতার মামলায় গাবতলী পৌর মেয়র সাইফুল ও বিএনপি নেতা পিন্টু কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:০৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ায় নাশকতার মামলায় গাবতলী পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে শুনানি শেষে বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি এডভোকেট নাসিম আহমেদ।
এর আগে, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি। তার ওই বক্তব্যে প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ও বিষ্ফোরক আইনে গাবতলী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও গাবতলীর পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলামসহ ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে। এই দুই মামলায় জামিন নিতে আদালতে বিএনপি নেতা মিলটন, সুরাইয়া জেরিন রনি, সাইফুল ইসলাম ও আব্দুর রহিমসহ অন্যরা জামিন চাইলে বিচারক নরেশ চন্দ্র সরকার তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অতিরিক্ত পিপি এডভোকেট নাসিম আহমেদ জানান, নাশকতার মামলায় সাইফুল ইসলাম ২নং এবং পিন্টু ২৮ নং আসামি ছিলেন। তারা আজ জামিন নিতে আসলে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।