তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৪ পিএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১১:১০ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আজ সোমবার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ২ নং কাজলা গেইটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে অক্ট্রয় মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন মিছিলে নেতৃত্ব দেন। এসময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিষ্টাচার জিনিসটি আওয়ামী লীগের ডিকশনারিতেই নেই। মান্নাফী যদি তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে প্রত্যাহার না করে, দেশবাসী এবং দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জবাব রাজপথে দেবে।‘
সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, আওয়ামী জাহেলরা এদেশকে মগের মুল্লুক ভাবা শুরু করে দিয়েছে। যখন যেটা মনে আসছে সেটাই বলে যাচ্ছে। মান্নাফি যদি তার এই কটু বক্তব্য প্রত্যাহার না করে তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তুমুল আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সর্দার রাশেদ আলী, যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আহসান হাবীব, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহির শাওন,আঃলতিব সম্রাট, মারুফ হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আহবায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হুমায়ুন হাবীব হিরন, মতিহার দক্ষিণ থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল সহ রাবি ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।