দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে কোতয়ালী থানা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৩৭ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কোতয়ালী বিএনপি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুজিব সড়ক অভিমুখে রওনা হলে জেলা ত্রাণ কার্যালয়ের মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের কোর্ট চত্বরের স্বাধীনতা মঞ্চে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর কোতয়ালী থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল প্রমুখ। সভা সঞ্চালনা করেন কোতয়ালী থানা বিএনপির সহ-সভাপতি হাজ্জাজ বিন ইউসুফ।
এসময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান,আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর ভুঁইয়া, কোতয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান রানু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, মহিলা নেত্রী নাজরিন রহমান, নাজমা আক্তার শিপন, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ভিপি সেলিম, আব্দুল্লাহ আল মামুন সনেটসহ ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ বলেন, এই সরকার পরিকল্পিতভাবে তাদের সিন্ডিকট দিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে শোষণের পথ তৈরি করে দিয়েছে। জনগণকে এদের কবল হতে মুক্ত করতে হবে। তারা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের মারপ্যাচ জানেন বলেই বেগম খালেদা জিয়াকে বাসভবনে বন্দি করে তার উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছেনা। কেননা, খালেদা জিয়া কারাগারে বন্দি থাকলে তার দায় সরকারকে নিতে হতো।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক অভিমুখে রওনা হয়ে কিছুদুর এগিয়ে যাওয়ার পর জেলা ত্রাণ কার্যালয়ের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এসময় সেখানে কর্মসূচি শেষ করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে শহরের বিভিন্নস্থান হতে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।