হুমকি দিয়ে লাভ নেই, এই জোয়ারে চুনোপুটি, হেলমেট লীগ থাকবে না - মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৫ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৩ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র কে পূর্ণ উদ্ধার করতে আমরা রাজ পথে আছি। আমাদের কে জেলের ভয় দেখিয়ে কোন লাভ নেই।
আজ সোমবার দুপুর বারোটার দিকে পুরাতন চান্দগাঁও ভিক্টরিয়া পার্কে কারাবন্দীদের জন্য ভোজনের আয়োজন করে যুবদল। জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৮১ সালের এদিনে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজম মাসুমের সভাপতিত্বে ও চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে কর্মসূচি দিবে তাঁর জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। যুবদল এখন মামলাকে ভয় পাই না। আমাদের একজনের কমপক্ষে ২৫-৩০ টা মামলা আছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ আমাদের কি গ্রেপ্তার করবে এখন আমরাই স্বেচ্ছায় কারাবরণ করবো দেখি কতজন কে কারগারে রাখতে পারেন।
বিশেষ অতিথি ছিলেন, চট্রগ্রাম মহানগর যুগ্ন সম্পাদক দীপংকর ভট্টাচার্য্য, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম, সহ সম্পাদক এস এম ফারুক, সহ সমাজ কল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু, সদস্য আব্দুর রহমান আলমগীর, ৬নং পূর্ব ষোলশহরের আহ্বায়ক মোঃ মনছুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এসাকান্দার, মোহাম্মদ এরশাদ।
চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কে ধারণ করি। দীর্ঘ বছর ধরে অনেক মামলার শিকার হয়েছি। এখন মামলা দিয়ে আমাদের কে রাজ পথে থেকে হঠাতে পারবে না। আগামীতে তারেক রহমান যে কর্মসূচি দিবে তাঁর জন্য আমরা প্রস্তুত আছি।
জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা বলেন, মানুষ যখন হেরে যায় তখন বাঁচার জন্য শেষ চেষ্টা করে। এই জোয়ারে চুনোপুটি, ধামাচাপা পার্টি, চুরিচামারি পার্টি, হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, কোনো লীগই থাকবে না। এরা পালাতে পালাতে বর্ডার পর্যন্ত নিয়ে যাবে দেশের জনগণ। শেষ পর্যন্ত এরা পালানোর পথ পাবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোঃ উসমান গনি, আলী আসমান, সালাউদ্দিন, আসিফুল ইসলাম জুয়েল, জহিরুল ইসলাম, মিনহাজ, মোর্শেদ, আলমগীর টিটু প্রমুখ।