ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৯ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:১৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের উপর স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কাপুরুষিত হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়া সহ কয়েকজন ছাত্রদল নেতা-নেত্রী আহত হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
আজ মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম ২নং গেইট বিপ্লবী জিয়া উদ্যান থেকে মিছিল শুরু হয়ে মুরাদপুর গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সাইফুল আলম বলেন, ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানাই। রাজনৈতিক মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামী সন্ত্রাসীরা জঙ্গি হামলা বেছে নিয়েছে। গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপোসহীন ছিল। আগামীতেও এক বিন্দু ছাড় দেয়া হবে না।
অপর বক্তব্যে শরিফুল ইসলাম তুহিন বলেন, ঢাবি ছাত্রদলের উপর হামলার উপযুক্ত জবাব ছাত্রলীগ অচিরেই পেয়ে যাবে। রাজনীতির নামে সন্ত্রাসী বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া হবে না। অবৈধ হাসিনা সরকারকে হটানোর জন্য ছাত্রদলই যথেষ্ঠ।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, নুর নবী মহররম, নুর জাফর নাঈম রাহুল, আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন বাপ্পি, আল মামুন সাদ্দাম, এনামুল হক, মাহমুদুল হাসান রাজু, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দ।