বর্তমানে দেশে ভয়াবহ দুঃশাসন চলছে - আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ এএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:১১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মিরপুরের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব এস এ খালেক এর সুযােগ্য সন্তান গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এ সিদ্দিক সাজুর উদ্যোগে ইফতার মাহফিলের আয়ােজন করা হয়।
আজ মঙ্গলবার মিরপুর শাহী মসজিদে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনােয়ারুজ্জামান আনােয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির রওশন, হাজী মােঃ ইউসুফ, এ বি এম এ রাজ্জাক, সাবেক কমিশনার মােঃ মাসুদ, স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মােঃ সাইদুল ইসলাম, যুবদল ঢাকা মহানগর উত্তর এর যুগ। আহবায়ক সবুজ, আইয়ুব, ছাত্রদল পশ্চিম এর সদস্য সচিব আশরাফুল হােসেন মামুন, ও সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুর রহমান শান্ত, যুগ্ম আহবায়ক তবিকুল ইসলাম রানা, গােলাম মাওলা গােলাম, মিরপুর থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলােয়ার হােসেন দুলু, দারুস সালাম থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মােঃ আরিফ মৃধা, সাবেক কমিশনার শামীম পারভেজ, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কে এম ইয়াহিয়া সামী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযােগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইফতার মাহফিল থেকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক আমান উল্লাহ আমান, সাবেক সংসদ সদস্য এস এ খালেক ও এস এ সিদ্দিক সাজুসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
প্রধান অতিথি হিসেবে আমিনুল হক তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশে ভয়াবহ দুঃশাসন চলছে। এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসনকে প্রলম্বিত করতে গভীর চক্রান্ত শুরু হয়েছে। নিত্য প্রয়ােজনীয় দ্রব্যমূল্যের উধ্বর্গতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে অথচ সরকার মানুষের দুঃখ লাঘবে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। বর্তমান শাসকগােষ্ঠী জনগণের ভােটে নির্বাচিত নয় বলেই তারা জনকল্যাণে বিশ্বাস করে না। সরকারের অপশাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। তাই আমি বলতে চাই, সকলে রাজপথে নেমে আসুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্রের পথচলাকে তরান্বিত করি।