শাজাহানপুরে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে চলছে ইউনিয়ন আ’লীগের সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩২ এএম, ৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:০৫ এএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের বিধি নিষেধ উপক্ষো করে বগুড়ার শাজাহানপুরে চলছে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন। এর ফলে জনমনে প্রশ্ন উঠেছে? সরকারের নিয়ম নীতি যখন সরকারি দল আ’লীগ মানছে না তখন জনগণ কি করে মানবে? অপরদিকে মন্ত্রিপরিষদ বিভাগের বিধি নিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ের কোন মনিটরিং দেখা যাচ্ছে না উপজেলা প্রশাসনের।
জানা গেছে, গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে জারি হওয়া নীতিমালায় বলা হয়েছে, কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উম্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ বিধি নিষেধ উপেক্ষা করে শাজাহানপুরে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করে যাচ্ছে।
আজ শনিবার বেলা ১১ টায় মাঝিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রশাসনের নাকের ডগায় মাঝিড়াস্থ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন নাদুরপুকুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আগামী ৬ ফেব্রুয়ারি গোহাইল, ৭ ফেব্রুয়ারি মাদলা এবং ৮ ফেব্রুয়ারি আড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় তফশিল সুত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সুশীল সমাজের এক প্রতিনিধি জানান, সরকারি দলের প্রোগ্রাম বলে কথা । প্রশাসনের চোখে এটা পড়বে না। যদি বিরোধী দলের প্রোগ্রাম হত তাহলে প্রশাসন দ্রুত সেটা বন্ধ করে দিত। প্রশাসনের উচিত নিরপেক্ষ ভাবে আইনের প্রয়োগ করা। কিন্তু প্রশাসনিক জবাবদিহিতা না থাকার কারণে আমলারা নিজেদের ইচ্ছামত আইন প্রয়োগ করছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তাই দ্রুত ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করা হচ্ছে। বিধি নিষেধ মেনেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান, সরকারি নির্দেশনায় ১০০ জন লোক নিয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে । এর বাহিরে কোন সভা সমাবেশ করা যাবে না ।