দোহারে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০ পিএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ঢাকার দোহার উপজেলা আসন্ন ইউপি নির্বাচনে নয়াবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানের গাড়ি ভাংচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে শামীম আহমেদ হান্নানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি দাবি করেন, গত শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪.১৬ মিনিটের দিকে আন্তা শামীম আহমেদ হান্নানের নির্বাচনী ক্যাম্পের সামনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনসহ প্রায় শতাধিক লোকজন নিয়ে তার উপর হামলা করেন। এসময় তার ব্যক্তিগত প্রাইভেট কারটি ভাংচুর করা হয়। ঘটনার পর থেকে তার কর্মীদের হুমকি-ধমকি এবং তাকে প্রাণনাশের হুমকি দেয় হচ্ছে।
এঘটনার প্রেক্ষিতে শামীম আহমেদ হান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাচন কর্মকর্তা ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানালে তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি। এসময় তিনি প্রশাসনের নিকট ও নির্বাচন কমিশনের কাছে আবারও সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, বিগত দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর জনগন ও এলাকার উন্নয়নে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় তার উপর বারবার হামলা চালানো হচ্ছে। পরিস্থিতি যাই হোক মোকাবেলা করে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকার কথা জানান তিনি।