কেন্দ্রের পরিবেশ দেখে স্বামীকেও ভোট দেননি ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ পিএম, ১ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:৫১ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ভোটকেন্দ্রে ভোটাররা না এসে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের নিখোঁজের ঘটনায় নীরব প্রতিবাদ করেছেন বলে মন্তব্য করেছেন ওই প্রার্থীর স্ত্রী মেহেরুন্নেছা মেহেরিন।
আজ বুধবার বিকালে নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে আশুগঞ্জ সদরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মেহেরিন দাবি করেন, এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটাররা ভোট দিতে এলেও সরকার দলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। কেন্দ্রের পরিবেশ, এমন অবস্থা ছিল, আমি নিজের ভোটটি দেয়ারও ইচ্ছে পোষণ করিনি। পরে তিনি ভোট না দিয়ে আশুগঞ্জ সদরের শ্রম ও কল্যাণ কেন্দ্র থেকে ফিরে আসেন। এই অবস্থায় ভোট স্থগিতের দাবিও জানিয়েছিলেন তিনি।
তিনি দাবি করেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, জোর করে ভোট দেয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এজেন্ট দেয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল কী হবে তা সবারই জানা। নির্বাচনের ফলাফল নিয়ে আইনি কোনও পদক্ষেপ নেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোনও মন্তব্য করেননি। এ সময় তিনি তার স্বামী নিখোঁজ আবু আসিফ আহামেদের সন্ধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন।