বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলায় ব্যারিস্টার মীর হেলাল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ এএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলা করে ৪৯ জন নেতাকর্মী গ্রেফতার এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ৭৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের আওয়ামী সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীল নকশার অংশ।
মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ মোঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা,শাহ আলম, আব্দুল মান্নান, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর বিএনপির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ, এম, রাশেদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা,দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ শহীদ, মহানগর ছাত্রদলর আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আলম সোহাগ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের মো: আল সাকি, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রায়হান আলম, যুবদনেতা মোঃ কফিল উদ্দিন।
সারাদেশে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা এবং নি:শর্ত মুক্তির দাবীতে মহা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য বিরোধী দলের সমাবেশের উপর ১৪৪ ধারা জারী ও শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের শত শত রাউন্ড গুলি বর্ষণ এবং গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হামলা একই সূত্রে গাঁথা। সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির চেয়ারপার্সন, চার বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। আজ তিনি গুরুতর অসুস্থ, বর্তমান সময় সংকটময় ও সমস্যাদীর্ণ গণতন্ত্রের সময় কিন্তু মানুষ আর বসে থাকছে না, জেলায় জেলায় ১৪৪ ধারা ভেঙ্গে বেরিয়ে আসছে মানুষ। বিএনপি যেখানেই সমাবেশ দিচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে। কর্তৃত্ববাদী হিংস্র শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ কঠিন সংগ্রামে অঙ্গীকারাবদ্ধ।
আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে উদাত্ত আহবান জানান, দেশ ও গণতন্ত্রের স্বার্থে আইন অনুযায়ী নিজেদের স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য এবং অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আইন অনুযায়ী গ্রেফতারকৃত ৪৯ জন নেতাকর্মীদের মুক্তি প্রদানের। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় রাজপথেই ফয়সালা হবে। ভোটারবিহীন সরকারের দিন শেষ, ভোট ডাকাতির দিন শেষ। বংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে গেছে। বিশ্ববিবেক জেগে উঠেছে। যেভাবে অবরুদ্ধের খবর আসছে তাতে অনেক মন্ত্রী এমপি ও আমলাদের বিদেশে পালানোর রাস্তাও আর খোলা নেই। গণতন্ত্রের জয় অবশ্যম্ভাবী।