সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ১৭৩ নেতাকর্মীর নামে বিএনপির মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৩:০৬ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় হামলা ও দলীয় নেতাকর্মীদের মারপিটের অভিযোগ এনে এবার আওয়ামী লীগের ১৭৩ নেতাকর্মীর নামে মামলা করেছে বিএনপি।
আজ রবিবার দুপুরে বিএনপিকর্মী নাসির উদ্দিন বাদী হয়ে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিএনপি নেতাকর্মী সমর্থকরা জনসভায় মিছিল নিয়ে আসার সময় আওয়ামীলীগ যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা করলে উভয় দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৭০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তিনটি করে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির একাধিক শীর্ষনেতাসহ জ্ঞাত-অজ্ঞাত প্রায় ১২শ' নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এসব মামলায় জেলা বিএনপির শীর্ষ দুই নেতা নাজমুল হাসান তালুকদার রানা ও রাশেদুল হাসান রনজন সহ চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।