বিএনপি ভোটে আসবে - ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৮ এএম, ৩১ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:৫৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে যাবে না, এর মধ্য দিয়ে বিএনপি নির্বাচনের বিষয়ে তাদের যে মনোভাব সেটা স্পষ্ট করেছে। আমরা তো মনে করি নির্বাচনে তারা আসবে। গাধা পানি ঘোলা করে খায়। বিএনপিও সেই দল যারা পানি ঘোলা করে অবশেষে নির্বাচনে আসবে।
আজ বৃহস্পতিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসবে নির্বাচন করার জন্য নয়, সেটাকে প্রশ্নবিদ্ধ করতে। কাজেই এই বিষয়টি মাথায় রেখেই আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটিকে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে যে অপপ্রচার তার মোকাবেলায় আওয়ামী লীগের প্রচারণা সেভাবে হচ্ছে না।
তিনি বলেন, অপপ্রচারের বিরুদ্ধে দলকে প্রচারে আরো মনোযোগী হতে হবে। মাঝে মাঝে অপপ্রচারের সুনামি দেখতে পাই, তাতে মনে হয় আমরা ম্লান হয়ে যাই। মহামারি করোনার কারণে দলের প্রচার প্রচারণা প্রায় বন্ধই হয়ে গিয়েছে।
মন্ত্রী বলেন, করোনাকালেও দল ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার থেমে থাকেনি। এ সময় অপপ্রচার স্মরণকালের সবচেয়ে বেশি হয়েছে। এই ষড়যন্ত্রমূলক রাজনীতি দেশে যেমন হয়েছে, বিদেশ থেকেও হয়েছে। আমি বলব, আগামী নির্বাচনকে সামনে রেখে এসব অপপ্রচার চলছে। অনলাইনে প্রতিনিয়ত এই চলছে। এই ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব আমাদেরকে দিতে হবে। কিন্তু সেই কাজটি আমরা যথাযথভাবে পালন করছি বলে, মনে হয় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপপ্রচার বেড়েছে কারণ আমাদের যে প্রতিপক্ষ রয়েছে তারা বুঝে নিয়েছে বাংলাদেশের জনগণের সমর্থনে তারা আর ক্ষমতায় যেতে পারবেনা। সে কারণেই তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াস নিয়েছে। তারা সকল অপশক্তি কে সঙ্গে নিয়ে, তাদের সকল হাতিয়ার নিয়ে আওয়ামী লীগকে মোকাবিলার জন্য একত্রিত করছে। এই শাণিত হাতিয়ারের মোকাবেলা আমাদের শাণিত প্রচারণা দিয়েই করতে হবে। আগামী নির্বাচনে প্রচারে দলের সামর্থ উপস্থাপন করতে হবে বলেও এসব মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দলের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের বিশেষ ব্যবস্থা করতে হবে। প্রচারের বিষয়টি আমাদের বিজ্ঞানসম্মত ভাবে সাজাতে হবে। পৃথিবী বদলে গেছে, বদলে যাওয়ার সেই পৃথিবীর ছবির সঙ্গে বাংলাদেশকে মিলাতে হবে। করোনা মহামারীর মধ্যে খারাপ পরিস্থিতিতে দলের নেতাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জাতীয় নির্বাচনের আর দুই বছর সময় আছে প্রচার ও প্রকাশনা উপ-কমিটিকে বিষয়টি স্মরন করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, দুই বছর কিন্তু বেশি সময় নয়। এই সময়টা আমাদের কি কাজে লাগাতে হবে। এসময় তিনি সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরার জন্য প্রচার ও প্রকাশনা উপ-কমিটিকে বিশেষভাবে কাজ করার নির্দেশনা দেন। দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির ওই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দলের প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার প্রকাশনা উপ-কমিটির সদস্যরা।