টঙ্গীতে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১০ জন আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৪ পিএম, ১৭ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:২৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন, সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরন, পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন ও প্রিন্সকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ছাত্রদল নেতা আসাদুজ্জামান মামুন জানান, বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়ায় গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন সরকারের রাজনৈতিক কার্যালয়ে থানা ছাত্রদলের পূর্ব নির্ধারিত পরিচিতি সভা ও বিজয় দিবসের আলোচনা সভা চলছিল। ছাত্রদলের ৫০-৬০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় সরকার বাড়ি রোডে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায় এবং ধাওয়া দিয়ে সালাহ উদ্দিন সরকারের বাসভবন পর্যন্ত নিয়ে যায়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে সালাহ উদ্দিন সরকারের বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় ছাত্রদল নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগকে প্রতিরোধের চেষ্টা করে। ছাত্রীগের এ হামলায় ছাত্রদলের ১০ জন আহত হয়েছে।
এদিকে ছাত্রদল নেতাকর্মীদের ইটপাটকেলে ছাত্রলীগ নেতা রাব্বি শিকদার ও হাসানসহ ৫জন আহত হয়েছেন বলে দাবী করেছে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগ। টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর জানান, আহত ছাত্রলীগ নেতাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাব্বি শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহআলম বলেন, ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।