স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন আলী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং সা'সম্পাদক এর নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ পিএম, ১৯ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:২৬ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-বগুড়া শহর শাখার সদস্য সচিব হোসেন আলীর ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে পৈশাচিকভাবে উপর্যপুরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। হোসেন আলী বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এই বর্বরোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ শুক্রবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "দেশ থেকে বিরোধী দল ও মতকে উৎখাত করে নব্য বাকশালী শাসন চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা ও গণতন্ত্রকে ধ্বংস করার সুদুরপ্রসারী মাষ্টারপ্ল্যানের অংশ হিসেবে আওয়ামী অবৈধ সরকার তাদের লালিত সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও জখমের মতো অপকর্মের মাধ্যমে দেশকে এক অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে নিক্ষেপ করেছে। একদলীয় শাসনের আস্বাদন চিরকাল ভোগ করার অলীক স্বপ্ন বাস্তবায়ন করতেই সন্ত্রাসীদের দ্বারা বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর চলছে বেপরোয়া গতিতে জুলুম ও সন্ত্রাস। এরই ধারাবাহিকতায় বগুড়া শহর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলা এবং ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করার ঘটনা বর্তমান শাসকগোষ্ঠীর চলমান সহিংস সন্ত্রাসের আরো একটি নির্মমতার সাক্ষী হয়ে থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের যখন নাভিশ্বাস উঠেছে তখন মানুষের দুঃখ-দুর্দশা লাঘব নয় বরং কেবলমাত্র রাষ্ট্রক্ষমতাকে সুদৃঢ় করতে সরকার অত্যন্ত নির্লজ্জভাবে বিরোধী দল দমনের পথেই হাঁটছে। একদিকে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থ অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলায় দেশ যেন মৃত্যুউপত্যকায় পরিণত হয়েছে। সবদিক থেকে ব্যর্থ বর্তমান সরকার নানা কায়দায় দেশকে যে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নিপতিত করেছে তাতে ইতিহাসের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসকদের পরিণতির কথা হয়তো আওয়ামী সরকার বেমালুম ভুলে গেছে।"
নেতৃদ্বয় বিবৃতিতে হোসেন আলীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হোসেন আলীর আশু সুস্থতা কামনা করেন।